আমি অবাক হয়ে যাই যখন দেখি বাংলাদেশের বেশিরভাগ মানুষ "ফেসবুকিং" বোঝে, কিন্তু "গুগলিং" বোঝে না! আমি আরো অবাক হয়ে যাই, যখন দেখি "নিউজ সার্চ" করতে বললে কেউ কেউ আবার ফেসবুকে লগ-ইন করে "নিউজ" দেখে! একদিন ইউটিউবে সার্চ দিলাম "তালাশ" লিখে... "সার্চ" করার পর আসা "রেসাল্ট" থেকে একটা ভিডিও ক্লিক করলাম । ঐ ভিডিও দেখতে দেখতে পাশের "সিমিলার রেজাল্ট" গুলোতে চোখ বুলালাম । এরমধ্যে কয়েকটা শিরোনাম হলো- - এখন নায়িকা হ্যাপি ক্রিকেটার রুবেল হসাইনের সম্পর্কে বোমা ফাটালো - কলেজেপরুয়া মেয়ে ঘরে থাকতে কাজের ছেলে রাখার ফল - স্বামী বিদেশে তাই প্রাইভেট টিচার এর সাথে অশ্লীল সম্পর্ক - পাগল শালীর সাথে নষ্টামি - রাতে ঢাকা শহরের দেহ ব্যাবসার রমরমা চিত্র দেখুন ইত্যাদি ইত্যাদি... উপরের সবগুলো ভিডিওই "ক্রাইম প্রোগ্রাম" । কিন্তু এগুলা টিভির চেয়ে ইউটিউবেই বেশি জনপ্রিয় । "কামোদ্দীপক" এমন সব শিরোনাম এখন শুধু ইউটিউব কিংবা এসব ভিডিওতে সীমাবদ্ধ নাই । ওদের "কালো হাত" ছড়িয়ে পড়েছে তথাকথিত অনলাইন নিউজ পোর্টালগ